নিচের কোন সংখ্যা দুটি সহ মৌলিক সংখ্যা?

A ২৭,৫৪

B ৬৩,৯১

C ১৮৯,২১০

D ৫২,৯৭

Solution

Correct Answer: Option D

অপশনগুলোর মধ্যে ঘ এর ৫২ ও ৯৭ সংখ্যাটির মধ্যে ৯৭ সংখ্যাটি মৌলিক হওয়ায় ৫২ ও ৯৭ এর গসাগু ১।
কারণ এদের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নেই।
তাই অপর তিনটি অপশনের সংখ্যাদ্বয়ের সাধারণ গুণনীয়ক ৩।
তাই উত্তর ঘ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions