৯ জন ব্যক্তি কোনো দোকানে খাবার খেতে গেল। তাদের মধ্যে প্রথম ৮ জন প্রত্যেকে ১২ টাকা করে খরচ করল এবং নবম ব্যক্তি গড় খরচের চেয়ে ৮ টাকা বেশি খরচ করল।তারা মোট কত টাকা খরচ করল।

A ১১০ টাকা

B ১১৭ টাকা

C ১২ টাকা

D ১৩ টাকা

Solution

Correct Answer: Option B

ধরি, ৯ জনের গড় খরচ =x টাকা
৯ জনের মোট খরচ =9x
আবার, ৯ম ব্যক্তির খরচ = x+8 টাকা

প্রশ্নমতে,
9x=8×12+x+8
or,9x=x+104
or,9x-x=104
or,8x=104
or,x=104/8
  ∴ x=13
৯ জনের মোট খরচ  9×13=117

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions