একজন পাইকারী ব্যবসায়ী ও খুচরা বিক্রেতা উভয়ে ২০% লাভে পণ্য বিক্রি করে।একটি শার্ট যার প্রাথমিক মূল্য ছিল ৪০০ টাকা,একজন ক্রেতা তা কত টাকায় কিনতে পারবে?
Solution
Correct Answer: Option B
প্রথমে ৪০০ এর ২০%=৮০ টাকা লাভে বিক্রয়মূল্য =৪০০+৮০=৪৮০ টাকা
পরে,৪৮০ এর ২০%=৯৬ টাকা লাভে বিক্রয়মূল্য =৪৮০+৯৬=৫৭৬ টাকা
অথবা সরাসরি এক লাইনে ৪০০ এর ১২০%=৫৭৬ টাকা