একজন পাইকারী ব্যবসায়ী ও খুচরা বিক্রেতা উভয়ে ২০% লাভে পণ্য বিক্রি করে।একটি শার্ট যার প্রাথমিক মূল্য ছিল ৪০০ টাকা,একজন ক্রেতা তা কত টাকায় কিনতে পারবে?
 

A ৪০০ 

B ৫৭৬  

C ৫৫৫  

D ৬০৮ 

Solution

Correct Answer: Option B

প্রথমে ৪০০ এর ২০%=৮০ টাকা লাভে বিক্রয়মূল্য =৪০০+৮০=৪৮০ টাকা
পরে,৪৮০ এর ২০%=৯৬ টাকা লাভে বিক্রয়মূল্য =৪৮০+৯৬=৫৭৬ টাকা
অথবা সরাসরি এক লাইনে ৪০০ এর ১২০%=৫৭৬ টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions