৩০×১৬ ফুটের একটি মেঝে মেরামত করতে ২৪৯৬ টাকা ব্যয় হলে, প্রতি বর্গফুটে ব্যয় কত টাকা?
 

A ৪.২০  টাকা 

B ৬.২০ টাকা  

C ৫.২০ টাকা  

D ৫.৫০ টাকা 

Solution

Correct Answer: Option C

মেঝের ক্ষেত্রফল =৩০×১৬=৪৮০ বর্গফুট।
মোট খরচ ২৪৯৬ হলে প্রতি বর্গফুটে খরচ =২৪৯৬/৪৮০ =৫.২০ টাকা  ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions