মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি?

A ম্যাকনামারা লাইন

B সনোরা লাইন

C ডুরান্ড লাইন

D হিন্ডারাবাগ লাইন

Solution

Correct Answer: Option B

সনোরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী রেখা।
ম্যাকনামারা লাইন: যুক্তরাষ্ট্র কর্তৃক সাবেক উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমান্তে নির্মিত বৈদ্যুতিক বেষ্টনী। বর্তমানে এর অস্তিত্ব নেই। 
ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের সীমানা চিহ্নিতকরণ রেখা। 
হিন্ডারবার্গ লাইন: জার্মানি ও পোল্যান্ডের সীমানা চিহ্নিতকরণ রেখা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions