রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৯ সালে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ সরকার কর্তৃক প্রদত্ত ‘নাইট’ উপাধি বর্জন করেন।
তার গুরুত্তপুর্ণ তথ্য ঃ
» প্রথম কাব্য- বনফুল (পত্রিকায় প্রকাশিত)
» প্রথম প্রকাশিত উপন্যাস- বৌ-ঠাকুরাণীর হাট (১৮৮৩)
» প্রথম রচিত উপন্যাস- করুণা (১৮৭৭)
» প্রথম প্রকাশিত ছোট গল্প – ভিখারিনী (১৮৭৪)।
» প্রবন্ধ- বিবিধপ্রসঙ্গ (১৮৮৩)
» সম্পাদক- মাসিক সাধনা (১৮৯৪), ভারতী, বঙ্গদর্শন
» উপাধি- বিশ্বকবি। ছদ্মনাম- ভানুসিংহ।
» নাইট উপাধি লাভ- ১৯১৫ সালে।
» নাইট উপাধি বর্জন- ১৯১৯ সালে। ইংরেজ কর্তৃক পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে।
» নোবেল পুরস্কার পান- গীতাঞ্জলি কাব্যের জন্য (১৯১৩ সালে) (গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ ‘ংড়হম ড়ভভবৎরহমং’)
» পুরস্কার ও সম্মাননা- নোবেল পুরস্কার (১৯১৩), কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি-লিট (১৯১৩), অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি-লিট (১৯৪০), ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি-লিট (১৯৩৬)।