‘যত্ন করলে রত্ন মিলে’-এখানে ‘করলে’ কোন ক্রিয়ার উদাহরণ?
A অনুক্ত
B দ্বিকর্মক
C সমাপিকা
D অসমাপিকা
Solution
Correct Answer: Option D
- যেসব ক্রিয়ার দ্বারা বাক্যের সমাপ্তি ঘটে না, সে সব ক্রিয়াকে বলে অসমাপিকা ক্রিয়া।
- এখানে ‘করলে’ ক্রিয়ার দ্বারা বাক্যের সমাপ্তি না ঘটায় এটি অসমাপিকা ক্রিয়া।