সিয়ার্স টাওয়ারের নকশা প্রণয়ন করে কে?

A ফজলুর রহমান খান

B কামরুল হাসান

C রফিকুন্নবী

D সফিউদ্দীন আহমেদ

Solution

Correct Answer: Option A

ফজলুর রহমান খান ছিলেন বিশ্বখ্যাত বাংলাদেশি স্থপতি ও পুরকৌশলী। তাঁকে structural ইঞ্জিনিয়ারিং এর অন্যতম পথিকৃৎ ভাবা হয়। তিনি পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার এর নকশা প্রণয়ন করেন । সিয়ার্স টাওয়ারের বর্তমান নাম উইলিস টাওয়ার।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions