ABCD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটা সত্য?
A PC = PD
B PB = PD
C PB = PA
D PB = PA
Solution
Correct Answer: Option B
বৃত্তের পরিধিস্থ যে কোন দুটি বিন্দুর সংযোজক সরলরেখাকে জ্যা বলে ADBC বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করেছে । অতএব,PA=PC এবং PB=PD