Solution
Correct Answer: Option B
কোনো মাধ্যমে শব্দ প্রতি সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে শব্দের বেগ বলে। যে মাধ্যমের ঘনত্ব যত বেশি এবং স্থিতিস্থাপক সে মাধ্যমের শব্দের বেগ তত বেশি। এজন্য কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি। লোহা কঠিন মাধ্যম। তাই লোহার মধ্যে শব্দের বেগ বেশি। শূন্যমাধ্যমে শব্দের বেগ শূন্য।