মানুষের ক্রোমোসোমের সংখ্যা কত?
A ২৩ জোড়া
B ২০ জোড়া
C ২২ জোড়া
D ২৫ জোড়া
Solution
Correct Answer: Option A
নিউক্লিয়াসে সুতার ন্যায় লম্বা জট পাকানো তন্তুসমূহকে ক্রোমোসোম বলে। ক্রোমোসোম বংশগতির বৈশিষ্টের ধারক ও বাহক হিসেবে কাজ করে। মানুষের ক্রোমোসোম ২৩ জোড়া। এর মধ্যে ১ জোড়া সেক্স ক্রোমোসোম ও ২২ জোড়া অটোসোম।