ভূপৃষ্ঠের সৌরদীপ্ত অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কী বলে?
A শুরুবৃত্ত
B ছায়াবৃত্ত
C গোধূলি
D উষা
Solution
Correct Answer: Option B
কোন একটি নির্দিষ্ট সময়ে পৃথিবীর একদিকে রাত অপরদিকে দিন হয়। অর্থাৎ পৃথিবীর একদিকে আলোকিত থাকে এবং অপরদিকে অন্ধকার থাকে। পৃথিবীর এই আলোকিত অংশ ও অন্ধকার অংশের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে।