প্রাকৃতিক উৎস হতে প্রাপ্ত সবচেয়ে মৃদু পানি কোনটি?
A সাগর
B নদী
C বৃষ্টি
D হ্রদ
Solution
Correct Answer: Option C
যে পানিতে সহজে সাবানের ফেনা উৎপন্ন হয় তাকে মৃদু পানি বলে। পৃথিবীতে যত পানি আছে তার ৯০ ভাগেরই উৎস বৃষ্টিপাত। বৃষ্টিপাতের মাধ্যমে সবচেয়ে বেশি মৃদুপানি পাওয়া যায়।