কে প্রথম বলেন – পৃথিবী একটি বিরাট চুম্বক ক্ষেত্র?
A প্লেটো
B ওয়েবার
C গিলবার্ট
D রবার্ট নরম্যান
Solution
Correct Answer: Option C
যার আকর্ষণ ও দিক নির্দেশক ধর্ম রয়েছে তাই চুম্বক। সর্বপ্রথম ১৬০০ খ্রিস্টাব্দে ড. গিলবার্ট প্রমাণ করেন যে, পৃথিবী একটি বিরাট চুম্বক।