একটি বৃত্তের ব্যাস ১৪ সে.মি। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান হলে বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত?
Solution
Correct Answer: Option D
বৃত্তের ব্যাস 2r = 14, সুতরাং, ব্যাসার্ধ r = 7
∴ ক্ষেত্রফল = πr2 = 22/7 × 72
= 154 বর্গ সে.মি
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 154 বর্গ সে.মি
অর্থ্যাৎ, x2 = 154
x = √154
∴ x = 12.4