৩ জন বালক এবং ৫ জন বালিকাকে এক সারিতে রেখে কতভাবে সাজানো যাবে যেখানে ৩ জন বালক সর্বদা একত্রে থাকবে?

A ৪২০০  

B ৪৩২০  

C ৪৩১০  

D ৪৩০০ 

Solution

Correct Answer: Option B

তিন জন বালককে একজন বালক ধরে মোট বালক বালিকার সংখ্যা = ৬ জন
∴ ৬ জনকে সাজানো যায় = ৬! উপায়ে
৩ জন বালক কে সাজানো যায় = ৩! উপায়ে
∴ একত্রে সাজানো যায় = (৬! × ৩!) = ৪৩২০ উপায়ে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions