বার্ষিক ৫% হার সুদে কত বছরে সুদ আসলের ৫/১৬ অংশ হবে?
 

A ৬ বছর 

B ৬.২৫ বছর  

C ৫ বছর  

D ৫.২ বছর 

Solution

Correct Answer: Option B

ভগ্নাংশ থেকে ,
আসল ১৬ টাকা হলে সুদ ৫ টাকা
অতএব ১ টাকার সুদ ৫/১৬ টাকা

সুতরাং ১০০ টাকার সুদ =(৫×১০০)/১৬=১২৫/৪ টাকা
আবার ৫% অর্থ ১০০ টাকার সুদ ৫ টাকা।
এখন ৫ টাকা সুদ হতে সময় লাগে ১ বছর
সুতরাং ১ টাকা সুদ হতে সময় লাগবে ১/৫ বছর
অতএব ১২৫/৪ টাকা সুদ হতে সময় লাগবে (১/৫)×(১২৫/৪)=৬.২৫ বছর।


Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions