গাহি তাহাদের গান- ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান।– পঙ্গক্তিটি কোন কবির রচনা?
A কাজী নজরুল ইসলাম
B কায়কোবাদ
C গোলাম মোস্তফা
D সত্যেন্দ্রনাথ দ্ত্ত
Solution
Correct Answer: Option A
- চরণদুটির রচয়িতা কাজী নজরুল ইসলাম।
- এটি তাঁর বিখ্যাত “জীবন-বন্দনা” কবিতার অংশবিশেষ।
- সাম্যবাদী, বিষের বাঁশি, অগ্নিবীণা প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্হ।