যে Noun দ্বারা একই জাতীয় কোন ব্যক্তি, বস্তু, স্থান বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বুঝায় তাকেই Common Noun বলে ।
যেমনঃ Student, Book, Dog, Flower, city. উদাহরণ হিসেবে বলা যায়,
Dhaka, Barishal, Khulna ইত্যাদি শহরের একটি Common নাম হচ্ছে City.