A হার্ডওয়্যার ও সফটওয়্যার
B কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ ও স্মৃতি অংশ
C হার্ডওয়্যার ও অপারেটিং সিস্টেম প্রক্রিয়াকরণ
D সফটওয়্যার ও কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
Solution
Correct Answer: Option A
- কম্পিউটার হার্ডওয়্যার বা কম্পিউটার যন্ত্রাংশসামগ্রী হল কম্পিউটারের সেইসব অংশ যেগুলো স্পর্শ করা যায় ও দেখা যায় যেমন মনিটর, মাউস, কেসিং, মাদারবোর্ড, রম, সিডি, ডিভিডি, ইত্যাদি। কম্পিউটার যন্ত্রাংশসামগ্রীর বিভিন্ন প্রকার যন্ত্রাংশ দিয়ে একটি ব্যক্তিগত কম্পিউটার তৈরি হয়।
- কম্পিউটার সফটওয়্যার (Computer software) বলতে বোঝায় একগুচ্ছ কম্পিউটার প্রোগ্রাম, কর্মপদ্ধতি ও ব্যবহারবিধি, যার সাহায্যে কম্পিউটারে নির্দিষ্ট প্রকারের কাজ সম্পাদন করা যায়। অর্থাৎ কম্পিউটার সফটওয়্যার হলো কম্পিউটারের কিছু প্রোগ্রামের সংগ্রহ বা কালেকশন। যা কম্পিউটার কে নির্দেশ করে কি কাজ করতে হবে?। কম্পিউটারে বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে তার মধ্যে কিছু ব্যবহারিক সফটওয়্যার রয়েছে যেমনঃ অফিস স্যুট অ্যাপলিকেশন। অফিস স্যুট অ্যাপলিকেশন সফটওয়্যারটির মাধ্যমে বিভিন্ন প্রকারের চিঠিপত্র, হিসাবপত্র, বিল ও তথ্য ভান্ডার তৈরি করা যায়।