সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন?

A রবীন্দ্রনাথ ঠাকুর

B এয়াকুব আলী

C কাজী নজরুল ইসলাম

D সিকানদার আবু জাফর

Solution

Correct Answer: Option C

‘সঞ্চিতা’ কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন। গ্রন্হটি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। এর মধ্যে নজরুলের → বিদ্রোহী, মানুষ, সাম্যবাদী, খুকী ও কাঠবেড়ালী ও সর্বহারা প্রভৃতি বিখ্যাত কবিতা অন্তর্ভুক্ত করা হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions