যে সকল উদ্ভিদে কখনও ফুল হয় না, তাদের বলা হয়-
A অপুষ্পক উদ্ভিদ
B সপুষ্পক উদ্ভিদ
C মিথোজীবী উদ্ভিদ
D স্বভোজী উদ্ভিদ
Solution
Correct Answer: Option A
যে সকল উদ্ভিদে ফুল ও ফল হয় এবং বীজ দ্বারা বংশবিস্তার করে তাকে সপুষ্পক উদ্ভিদ বলে। অন্যদিকে যে সকল উদ্ভিদে ফুল হয় না তাদের বলা হয় অপুষ্পক উদ্ভিদ।