বিশিষ্ট নাট্যকার সেলিম আল দীনের (১৯৪৮-২০০৮) কতিপয় নাটক:
- বাসন (১৯৮২),
- কেরামতমঙ্গল (১৯৮৩),
- কিত্তনখোলা (১৯৮৩),
- মুনতাসীর ফ্যান্টাসি (১৯৮৫),
- চাকা (১৯৯০),
- যৈবতী কন্যার মন (১৯২২),
- হাতহদাই (১৯৯৭)।
কিত্তনখোলা নাটক অবলম্বনে চলচ্চিত্রকার আবু সাইয়ীদ চলচ্চিত্র নির্মাণ করেন, চলচ্চিত্রটি ২০০২ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।