জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে-
A ক্রোমোসোম
B নিউক্লিওলাস
C নিউক্লিওপ্লাজম
D প্লাস্টিড
Solution
Correct Answer: Option A
ক্রোমোজোম হচ্ছে বংশগতির প্রধান উপাদান। ক্রোমাটিন তন্তু বিভাজনের প্রোফেজ দানায় দন্ডাকার গঠনে রূপান্তরিত হয়ে ক্রোমোজোমে পরিণত হয় যা জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে এবং এর মাধ্যমেই বৈশিষ্ট্যসমূহ বংশ পরম্পরায় সঞ্চারিত হয়।