কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
A অন্যায়
B অনাসক্ত
C আমরণ
D অহি-নকুল
Solution
Correct Answer: Option D
যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে, তাকে বলে দ্বন্দ্ব সমাস। যেমন: অহি-নকুল = অহি ও নকুল; তাল-তমাল = তাল ও তমাল; মা-বাবা = মা ও বাবা।