একজন ফল ব্যবসায়ী প্রতি ডজন ১৫০ টাকা দরে কিছু আম এবং প্রতি ডজন ১০০ টাকা দরে সমান সংখ্যক আপেল কিনলেন। ডজন প্রতি ১৪০ টাকা দরে সব ফল বিক্রি করলে, তাঁর কত লাভ হবে?
Solution
Correct Answer: Option C
যেহেতু সমান সংখ্যক আপেল ও আম কেনা হয়েছে
অতএব, ২ ডজন আমের ক্রয়মূল্য (১৫০+১০০) বা ২৫০ টাকা
২ ডজন আমের বিক্রয়মূল্য (১৪০ ×২)=২৮০ টাকা
অতএব ,লাভ =(২৮০-২৫০) বা ৩০ টাকা
২৫০ টাকায় লাভ হয় ৩০ টাকা
অতএব ,১০০ টাকায় লাভ হয় (৩০×১০০)/২৫০ =১২ টাকা
লাভ =১২%