কিছু টাকা ক, খ ও গ-এর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যাতে ক-এর অংশ খ-এর দ্বিগুণের সমান ও খ-এর অংশ গ-এর ৪ গুণের সমান। তাহলে তাদের অংশের অনুপাত কত?
A ৮ : ৪ : ১
B ১ : ২ : ৩
C ৮ : ২ : ৪
D ২ : ৪ : ২
Solution
Correct Answer: Option A
ক = ২খ এবং খ = ৪গ
∴ ক = ২ × ৪গ = ৮গ
∴ সঠিক উত্তর হবে-
ক : খ : গ = ৮গ : ৪গ : গ = ৮ : ৪ : ১।