Reza died –– overeating. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
Solution
Correct Answer: Option C
Die by -আঘাতে বা দুর্ঘটনায় মারা যাওয়া
Die of -রোগে মারা যাওয়া
Die for -মহৎ উদ্দেশ্যে বা দেশের জন্য মারা যাওয়া
Die away -আস্তে আস্তে ক্ষীণ হওয়া
Die out -অবলুপ্ত হওয়া
Die from -অতিরিক্ত খেয়ে /কাজে মারা গেলে