এক ব্যক্তি ক্রয়মূল্যের ওপর ৫০% হিসাব করে বিক্রয়মূল্য নির্ধারণ করে। সে নির্ধারিত বিক্রয়মূল্যের ওপর ১০% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে। তার মোটের ওপর শতকরা কত লাভ হবে?
A ৩০ টাকা
B ৩৫ টাকা
C ৪০ টাকা
D ৪৫ টাকা
Solution
Correct Answer: Option B
৫০% অতিরিক্তি হিসেবে নির্ধারিত বিক্রয়মূল্য =(১০০+৫০)=১৫০ টাকা
১০% কমিশনে বিক্রয়মূল্য =(১০০-১০)=৯০ টাকা
১০০ টাকায় বিক্রয়মূল্য ৯০ টাকা
১ টাকায় বিক্রয়মূল্য ৯০/১০০ টাকা
১৫০ টাকায় বিক্রয়মূল্য (৯০×১৫০)/১০০ টাকা =১৩৫ টাকা
অতএব ,লাভ =(১৩৫-১০০) টাকা =৩৫ টাকা