(i) সিসমোগ্রাফ → ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্র। সিসমোমিটার সিসমোগ্রাফের একটি সেন্সর যেখানে সংকেত নিয়ন্ত্রণ হয়।
(ii) ব্যারোমিটার → বায়ুর চাপ মাপার যন্ত্র।
(iii) ল্যাকটোমিটার → দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্র।
(iv) থার্মোমিটার → তাপমাত্রা নির্ণায়ক যন্ত্র।