ভূমিকম্প নির্দেশক যন্ত্রের নাম কী?

A ব্যারোমিটার

B সিসমোমিটার

C ল্যাকটোমিটার

D থার্মোমিটার

Solution

Correct Answer: Option B

(i) সিসমোগ্রাফ → ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্র। সিসমোমিটার সিসমোগ্রাফের একটি সেন্সর যেখানে সংকেত নিয়ন্ত্রণ হয়। 
(ii) ব্যারোমিটার → বায়ুর চাপ মাপার যন্ত্র। 
(iii) ল্যাকটোমিটার → দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্র। 
(iv) থার্মোমিটার → তাপমাত্রা নির্ণায়ক যন্ত্র।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions