ছন্দের বহুবিধ কৌশল দেখানোর জন্য সত্যেন্দ্রনাথ দত্ত কার নিকট থেকে ছন্দের রাজা বা ছন্দের যাদুকর উপাধি লাভ করেন?
A ড শ্রী কুমার বন্দ্যোপাধ্যায়
B কবি কালিদাস রায়
C বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
D বঙ্গীয় সাহিত্য পরিষদ
Solution
Correct Answer: Option C
সত্যেন্দ্রনাথ দত্তকে "ছন্দের জাদুকর" উপাধি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষার যথোপযুক্ত ব্যবহারের ফলে কবিগুরু তাঁকে এই উপাধি দেন। এছাড়াও তিনি ছন্দোরাজ হিসেবেও খ্যাত।