জসীমউদ্দীনের 'পল্লী বর্ষা ' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে ?
Solution
Correct Answer: Option A
'ধানখেত' কাব্যগ্রন্থটি ১৯৩৩ সালে প্রকাশিত হয়।
তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থঃ
- রাখালী (১৯২৭),
- নকশী কাঁথার মাঠ (১৯২৯),
- বালুচর (১৯৩০),
- সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪),
- হাসু (১৯৩৮),
- রুপবতি (১৯৪৬),
- মাটির কান্না (১৯৫১),
- এক পয়সার বাঁশী (১৯৫৬) ইত্যাদি।