"বাঁধনহারা" উপন্যাসটির প্রকাশকাল -
A ১৯২৭
B ১৯২২
C ১৯২৪
D ১৯২৫
Solution
Correct Answer: Option A
'বাঁধনহারা' কাজী নজরুল ইসলাম রচিত প্রথম প্রকাশিত উপন্যাস। এটি ১৯২৭ সালে প্রকাশিত হয়। এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস। এতে ১৮ টি পত্র আছে। তাঁর রচিত অপর দুটি উপন্যাস- মৃত্যুক্ষুধা এবং কুহেলিকা।