'জামাই বারিক' প্রহসনটির রচয়িতা কে?

A সমরেশ বসু

B মীর মশাররফ হোসেন

C সত্যজিৎ রায়

D দীনবন্ধু মিত্র

Solution

Correct Answer: Option D

দীনবন্ধু মিত্র ১৮৬০ সালে রচনা করেন নীল দর্পণ নাটক। এটি বাংলা ভাষার অন্যতম প্রাথমিক আর্থ-সামাজিক রাজনৈতিক নাটক। দীনবন্ধু মিত্র সাতটি নাটক ও প্রহসন লিখেছিলেন। 
তাঁর গভীর রসের নাটক হলঃ 
- নীলদর্পণ'(১৮৬০),
- 'নবীন তপস্বিনী'(১৮৬৩),
- 'কমলে কামিনী'।

আর চারটি প্রহসন হল
- 'বিয়ে পাগলা বুড়ো',
- 'সধবার একাদশী'
- 'লীলাবতী,
- 'জামাই বারিক'

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions