'আদর্শ হিন্দু হােটেল' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি-
Solution
Correct Answer: Option A
- ১৯২১ সালে প্রথম গল্প ‘উপেক্ষিতা’ প্রকাশের মধ্য দিয়ে বিভূতিভূষণের সাহিত্যিক জীবন শুরু হয়।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস-
- আরণ্যক (১৯৩৮),
- অপরাজিত (১৯৩১),
- দৃষ্টি প্রদীপ (১৯৩৫),
- আদর্শ হিন্দু হােটেল (১৯৪০),
- পথের পাঁচালী (১৯২৯),
- দেবযান (১৯৪৪),
- ইছামতী (১৯৪৯) ইত্যাদি
তার রচিত ছােটগল্প গ্রন্থগুলাের নাম:
- মেঘমল্লার (১৯৩১),
- কিন্নরদল (১৯৩৮),
- মৌরীফুল (১৯৩২),
- যাত্রাবদল (১৯৩৪) ইত্যাদি