একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান । আবার আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর ৩ গুণ । বড় বাহু ২১ মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ কত?

A ২১ মিটার

B ৫৬ মিটার

C ৭ মিটার

D ১৪ মিটার

Solution

Correct Answer: Option D

যেহেতু আয়তক্ষেত্রের বড় বাহুর দৈর্ঘ্য ২১ মিটার

সুতরাং ছোট বাহুর দৈর্ঘ্য  ২১ ÷ ৩ = ৭ মিটার

অতএব বর্গের পরিসীমা = আয়তের পরিসীমা

                                    = ২ ( ৭ + ২১) মিটার

                                     = ৫৬ মিটার

অতএব বর্গের এক বাহুর দৈর্ঘ্য = ৫৬ ÷  ৪ = ১৪ মিটার

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions