‘গৌরব’ শব্দের প্রকৃতি- প্রত্যয় নিচের কোনটি?
Solution
Correct Answer: Option D
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ে, যে শব্দের সঙ্গে ষ্ণ (অ) - প্রত্যয় যুক্ত হয়, তার প্রাতিপাদিকের অন্তস্বরের উ-কার ও-কারে পরিনত হয়। ও+অ সন্ধিতে 'অব' হয়।
যথাঃ
- গুরু+ ষ্ণ= গৌরব,
- লঘু+ ষ্ণ= লাঘব,
- শিশু+ ষ্ণ= শৈশব।