একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
Solution
Correct Answer: Option C
ট্রেনের গতি ৭২kmph অর্থ হলো ৬০ মিনিটে ট্রেনটি যায় = ৭২,০০০ মিটার
১ মিনিটে ট্রেনটি যায় = ৭২০০০÷ ৬০ = ১২০০ মিটার
অতএব, সেতুটির দৈর্ঘ্য = ১,২০০ - ৭০০ মিটার
= ৫০০ মিটার