বুদ্ধাঙ্ক (IQ) এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবানদের বুদ্ধাঙ্ক মাত্রা-
Solution
Correct Answer: Option C
ইংরেজি আইকিউ শব্দটি মূলত মনোবিজ্ঞানী উইলিয়াম স্টার্ন কর্তৃক উদ্ভাবিত জার্মান শব্দ Intelligenz - Quotient থেকে নেয়া হয়েছে।
- স্কোর ১১৬ বা তার বেশি হলে তার আইকিউ হল গড়পড়তা ভালো,
- স্কোর ১৩০ বা তার বেশি হলে তাকে প্রতিভাবান ব্যাক্তি হিসেবে ধরা হয়।