একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর হলে বাগানটির পরিসীমা কত?
Solution
Correct Answer: Option C
ধরি, বাগানের দৈর্ঘ্য a মিটার
" ক্ষেত্রফল a² বর্গমিটার
প্রশ্নমতে, a² = ১০০০০ [ ১ হেক্টর = ১০০০০ বর্গমিটার ]
=> x = √(১০০০০)
∴ x = ১০০
বাগানের পরিসীমা ৪x মিটার
= (৪ × ১০০) "
= ৪০০ মিটার