কজন চাকুরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল?
A ৫৫৫০
B ৪৭৫০
C ৫০০০
D ৫২৫০
Solution
Correct Answer: Option C
১৫% বৃদ্ধিতে, বর্তমান বেতন = (১০০+১৫)টাকা = ১১৫ টাকা
বর্তমান বেতন ১১৫ টাকা হলে পূর্বের বেতন ১০০ টাকা
অতএব বর্তমান বেতন ১ টাকা হলে পূর্বের বেতন = ১০০/১১৫ টাকা
অতএব বর্তমান বেতন ৫৭৫০ হলে পূর্বের বেতন = ১০০× ৫৭৫০/১১৫ টাকা
= ৫০০০ টাকা