কৃষি শুমারি পরিচালনা করে -
A প্রাণিসম্পদ মন্ত্রণালয়
B প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট
C প্রাণিসম্পদ অধিদপ্তর
D বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
Solution
Correct Answer: Option D
• কৃষি শুমারি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত পাঁচটি কৃষি শুমারি অনুষ্ঠিত হয়েছে।
এগুলো হলো-
• ১৯৭৭ সালে প্রথম,
• ১৯৮৩-৮৪ সালে দ্বিতীয়,
• ১৯৯৬ সালে তৃতীয়,
• ২০০৮ সালে চতুর্থ এবং
• ২০১৯ সালে পঞ্চম এবং সর্বশেষ কৃষি শুমারি অনুষ্ঠিত হয়।