Solution
Correct Answer: Option B
১৫৫৫ সালে আসামরাজ চুকোমফা স্বর্গদেবকে লেখা কুচবিহারের রাজা নরনারায়ণ -এর একটি পত্রকে বাংলা গদ্যের প্রাপ্ত প্রাচীনতম নিদর্শন হিসেবে চিহ্নিত করা হয় । এরপর গদ্যের তেমন বিকাশ লক্ষ করা যায় না । ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে পর্তুগিজ পাদ্রিগণ বাংলা গদ্যের ব্যাপক ব্যবহারের প্রচলন করেন ।