কবি ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকা কোনটি?
A সংবাদ প্রভাকর
B বেঙ্গল গেজেট
C সম্বাদ কৌমদী
D সমাচার দর্পণ
Solution
Correct Answer: Option A
সংবাদ প্রভাকর ছিল ঈশ্বরচন্দ্র গুপ্ত কর্তৃক প্রতিষ্ঠিত একটি দৈনিক বাংলা সংবাদপত্র। ১৮৩১ সালে একটি সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে এটি চালু হয় এবং আট বছর পর ১৮৩৯ সালে এটি একটি দৈনিক সংবাদপত্রে রূপান্তরিত হয়। এটিই বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র।