কতজন শ্রমিককে ১৮০ টি সাদা মিষ্টি ও ১১৫ টি মিষ্টি সমান ভাগে ভাগ করে দেয়া যাবে?
A ৫ জন
B ৬ জন
C ৩ জন
D ৮ জন
Solution
Correct Answer: Option A
১৮০ ও ১১৫ এর গ.সা.গু-ই হবে নির্ণেয় শ্রমিকের সংখ্যা।
এখন,
১৮০ = ২ × ২ × ৩ × ৩ × ৫
১১৫ = ৫ × ২৩
১৮০ ও ১১৫ এর গ. সা. গু = ৫
∴ ৫ জন শ্রমিককে ১৮০ টি সাদা মিষ্টি ও ১১৫ টি মিষ্টি সমান ভাগে ভাগ করে দেয়া যাবে।