একটি রম্বসের কর্ণদ্বয় 18cm এবং 32cm হলে এক বাহুর দৈর্ঘ্য কত?
Solution
Correct Answer: Option A
ABCD একটি রম্বস।
প্রশ্নানুসারে, AC = 32cm BD= 18 cm
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
AO = CO = 16cm, BO = OD = 9 cm
ΔAOB এ
OA2 + OB2 = AB2
⇒ 162 + 92 = AB2
⇒ 256 + 81 = AB2
⇒ AB2 = 337
∴ AB = 18.36