"Apple of Discord" অবলম্বনে মাইকেল কোনটি রচনা করেন?
A বীরাঙ্গনা
B শর্মিষ্ঠা
C পদ্মাবতী
D কৃষ্ণকুমারী
Solution
Correct Answer: Option C
- মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক ও প্রহসনঃ
- শর্মিষ্ঠা নাটক (১৮৫৯)
- একেই কি বলে সভ্যতা? (১৮৬০)
- বুড় সালিকের ঘাড়ে রোঁ (১৮৬০)
- পদ্মাবতী নাটক (১৮৬০)
- কৃষ্ণকুমারী নাটক (১৮৬১)
- মায়া-কানন (১৮৭৪) ইত্যাদি।