মুক্তাক্ষরকে ১ মাত্রা এবং বদ্ধাক্ষরকে ২ মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?
Solution
Correct Answer: Option A
মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য-
• মূল পর্ব ৪,৫,৬ বা ৭ মাত্রার হয়।
• অক্ষরের শেষে স্বরধ্বনি থাকলে ১ মাত্রা গুনতে হয়; আর অক্ষরের শেষে ব্যঞ্জনধ্বনি থাকলে (য় থাকলেও) ২ মাত্রা গুনতে হয়; য় থাকলে, যেমন- হয়, কয়; য়-কে বলা যায় semi-vowel, পুরো স্বরধ্বনি নয়, তাই এটি অক্ষরের শেষে থাকলে মাত্রা ২ হয়।
• কবিতা আবৃত্তির গতি স্বরবৃত্ত ছন্দের চেয়ে ধীর, কিন্তু অক্ষরবৃত্তের চেয়ে দ্রুত