মুনিদত্ত চর্যাপদের কোন পদটি ব্যাখ্যা করেন নি?
Solution
Correct Answer: Option A
হরপ্রসাদ শাস্ত্রি আবিষ্কৃত চর্যাপদে মুনিদত্ত নামক এক পন্ডিতের সংস্কৃত টীকা ছিল। মুনিদত্তের টীকা সম্বলিত পুঁথিতে পদ পাওয়া গিয়েছিল সাড়ে ৪৬টি। এতে মুনিদত্ত ১১ নং পদের ব্যাখ্যা করেননি। মুনিদত্ত প্রদত্ত চর্যাপদের নাম আশ্চর্য চর্যাপদ। চর্যাপদের সাথে মুনিদত্তের সংস্কৃত টিকা পাওয়া গেছে যার সংকলক ছিলেন কানুভট্ট।