সাহিত্য পত্রিকা 'কবিতা' এর সম্পাদক কে ছিলেন?
A সমর সেন
B প্রতিভা বসু
C সুধীন্দ্রনাথ দত্ত
D বুদ্ধদেব বসু
Solution
Correct Answer: Option D
- কবিতা বিংশ শতাব্দীর প্রথমভাগে ১৯৩৫ সালে প্রকাশিত একটি কবিতা বিষয়ক সাহিত্যপত্রিকা।
- এর সম্পাদক ছিলেন প্রখ্যাত আধুনিক কবি বুদ্ধদেব বসু। এটি ছিল একটি ত্রৈমাসিক পত্র।